দেশজুড়ে

কুমিল্লার ৬ পৌরসভায় ৬৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

কুমিল্লার ছয়টি পৌরসভার ৮৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দাউদকান্দি ও বরুড়া পৌরসভার সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরই মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভার ২০ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১০টি, চান্দিনার ১৩টির মধ্যে ১১টি, হোমনার ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি, চৌদ্দগ্রামের ১২টি কেন্দ্রের মধ্যে ৭টি এবং দাউদকান্দি পৌরসভার ১৫টি কেন্দ্রের সবগুলো ও বরুড়া পৌরসভার ১৬টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রাম ও লাকসামের সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থীরা। কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. রাশেদুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোখলেছুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি জেলার ছয় পৌর এলাকায় ৮ প্লাটুন বিজিবি রোববার থেকে দায়িত্ব পালন করছে। কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

Advertisement