বিনোদন

ঢাকায় আসছেন সনু নিগম

ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগম। জানা গেছে, ‘রিদমিক নাইট উইথ সনু নিগম’ নামে একটি কনসার্টে পারফর্ম করবেন বলিউডের হার্টথ্রব এই কণ্ঠশিল্পী। একটি সূত্র বলছে, আগামী ১১ মার্চ সনু নিগম ঢাকায় আসবেন। তার সঙ্গে থাকবেন সংগীতশিল্পী প্রযুক্তা শুক্লা। এই কনসার্টে তাদের সঙ্গে আরও অংশ নেবেন বাংলাদেশি কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী। কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান ইভেন্ট সিটি। কর্তৃপক্ষ বলছে, টিকিটের মাধ্যমে দর্শকরা কনসার্ট উপভোগ করতে পারবেন। বিষয়গুলো নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবে আয়োজক প্রতিষ্ঠান।প্রসঙ্গত, ভারতের হরিয়ানা প্রদেশের ফরিদাবাদে ১৯৭৩ সালের ৩০ জুলাই জন্মগ্রহণ করেন সনু নিগম। মাত্র চার বছর বয়সেই সনু নিগম তার সংগীত ক্যারিয়ার শুরু করেন। সংগীতের আকাশে নিজেকে বড় পরিসরে মেলে ধরার জন্য ১৯ বছর বয়সে বাবার সাথে  চলে যান মুম্বাইয়ে। চলচ্চিত্রে প্রথম প্লে-ব্যাক করেন ‘জানাম’ ছবিতে। তবে সে  চলচ্চিত্রটি আলোর মুখ দেখেনি।২০০৪ সালে ‘কাল হো না হো’ ছবিতে কণ্ঠ দেওয়ার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সনু। এ ছাড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, স্ক্রিন অ্যাওয়ার্ডস, ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস, জি সিনে অ্যাওয়ার্ড, এমটিভি স্টাইল অ্যাওয়ার্ডস, আনন্দলোক অ্যাওয়ার্ডসসহ অসংখ্য পুরস্কার পান তিনি। গানের পাশাপাশি সনু নিগম বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া তিনি ভারতের বিভিন্ন টিভি রিয়ালিটি শোর বিচারকের দায়িত্বও পালন করেছেন। এনই/এইচএন/আরআইপি

Advertisement