আন্তর্জাতিক

সিরিয়ায় জোড়া বোমা বিস্ফোরণে নিহত ৩২

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার হোমস নগরীতে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৯০ জন। সোমবার হোমসে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, হোমসের জারা জেলায় প্রথম গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়েছে। পরে শহরটির মধ্যাঞ্চলে আরো একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। চলতি মাসে সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যে এটি বড় ধরনের দ্বিতীয় হামলা। বিদ্রোহীদের কাছ থেকে হোমসের নিয়ন্ত্রণ নিতে সরকারি সেনাদের বড় ধরনের মাসুল দিতে হচ্ছে। গত প্রায় পাঁচ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে আরো ৪০ লাখ মানুষ। এসআইএস/আরআইপি

Advertisement