আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বিশ্বে করোনায় মৃত্যু ৫১ লাখ ছাড়ালো
বিশ্বজুড়ে আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাত হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্য ৫১ লাখ ছাড়িয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ চার হাজার ৭৮৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন আরও চার লাখ তিন হাজার ৮০৩ জন।
মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২৬ মাওবাদী নিহত
Advertisement
ভারতের মহারাষ্ট্রে গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কমপক্ষে ২৬ মাওবাদী নিহত হয়েছে। এই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সোমবার বৈঠকে বসছেন বাইডেন-শি জিনপিং
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সোমবার (১৫ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছেন। ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনা, প্রতিযোগিতা এবং সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে এ বৈঠকে। এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ ।
পোলান্ড-বেলারুশ সীমান্তে সৈন্য পাঠিয়েছে যুক্তরাজ্য
Advertisement
পোল্যান্ড-বেলারুশ সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশী এখনও অবস্থান করছে। অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে সেখানে কয়েক হাজার পুলিশ মোতায়েন করেছে পোল্যান্ড সরকার। এবার পোল্যান্ডকে সংকট মোকাবিলায় সহায়তা করতে সেনা সদস্যদের ১০ জনের একটি টিম পাঠিয়েছে যুক্তরাজ্য।
পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত
পাকিস্তানের বাজাউর জেলায় বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বাজাউর জেলার পুলিশ প্রধান আব্দুস সামাদ খান বলেন, রাঘগান বাঁধের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
মিয়ানমার সীমান্তে হামলায় স্ত্রী-পুত্রসহ ভারতীয় কর্নেল নিহত
ভারতের মণিপুর রাজ্যের মিয়ানমার সীমান্তে সন্ত্রাসী হামলায় এক কর্নেল, তার স্ত্রী ও পুত্র এবং আরও চার সেনা নিহত হয়েছেন। অস্থিতিশীল মণিপুরে সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ওই হামলার ঘটনা ঘটেছে।
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের অনশন
ইসরায়েলি কারাগারে পাঁচ ফিলিস্তিনি বন্দি কয়েক সপ্তাহ ধরে অনশন শুরু করেছেন। এসব বন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। বিতর্কিত নীতির মাধ্যমে কোনো ধরনের অভিযোগ ছাড়াই তাদের বন্দি করে রাখা হয়েছে। এদিকে অনশনরত এক বন্দির অবস্থা খুবই আশঙ্কাজনক। তিনি ১২০ দিন ধরে না খেয়ে অনশন করে যাচ্ছেন।
২০২২ সালে জলবায়ু সম্মেলন মিশরে
জলবায়ুবিষয়ক সম্মেলন কপ২৭ আগামী বছর অর্থাৎ ২০২২ সালে অনুষ্ঠিত হবে মিশরে। দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গত সেপ্টেম্বরে তার দেশে কপ২৭ আয়োজন করার আগ্রহ প্রকাশের ঘোষণা দেন।
ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবে সমর্থন দেবে রাশিয়া
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু চুক্তি সম্পূর্ণভাবে কার্যকর করার প্রস্তাবে রাশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইরান ও পাঁচ দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ইরানের এ প্রস্তাবে সমর্থন দেবে রাশিয়া।
সৌদি জোটের বিমান হামলায় ১৮৬ হুথি নিহত
সৌদি জোটের বিমান হামলায় ১৮৬ হুথি নিহত হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) ইয়েমেনের সিরওয়াহ ও আল-বায়দায় এ হামলা চালায় জোটটি। উভয় এলাকাই ইয়েমেনের মারিব প্রদেশে অবস্থিত।
এমএসএম/জেআইএম