যুব উন্নয়ন অধিদফতরের অধীনে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পে দেড় শতাধিক জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদফতরপদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ৫৮ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসিবয়স: অনূর্ধ্ব ৩০ বছরবেতন: গ্রেড-১৬।পদের নাম: কমিউনিটি সুপারভাইজারপদসংখ্যা: ৯৭ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসিবয়স: অনূর্ধ্ব ৩০ বছরবেতন: গ্রেড-১৮।আবেদনপত্র সংগ্রহ: প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.dyd.gov.bd থেকে সংগ্রহ করতে পারবেন।আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, ইমপ্যাক্ট (ফেজ-২) প্রকল্প, যুব উন্নয়ন অধিদফতর, যুব ভবন, ১০৮ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।আবেদনের শেষ সময়: ২১ জানুয়ারি ২০১৬সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৮ ডিসেম্বর ২০১৫এসইউ/পিআর
Advertisement