জাগো জবস

জনবল নেবে যুব উন্নয়ন অধিদফতর

যুব উন্নয়ন অধিদফতরের অধীনে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পে দেড় শতাধিক জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদফতরপদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ৫৮ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসিবয়স: অনূর্ধ্ব ৩০ বছরবেতন: গ্রেড-১৬।পদের নাম: কমিউনিটি সুপারভাইজারপদসংখ্যা: ৯৭ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসিবয়স: অনূর্ধ্ব ৩০ বছরবেতন: গ্রেড-১৮।আবেদনপত্র সংগ্রহ: প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.dyd.gov.bd থেকে সংগ্রহ করতে পারবেন।আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, ইমপ্যাক্ট (ফেজ-২) প্রকল্প, যুব উন্নয়ন অধিদফতর, যুব ভবন, ১০৮ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।আবেদনের শেষ সময়: ২১ জানুয়ারি ২০১৬সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৮ ডিসেম্বর ২০১৫এসইউ/পিআর

Advertisement