আন্তর্জাতিক

কোরীয় যৌনদাসীদের ক্ষতিপূরণ দেবে জাপান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেসব কোরীয় যৌন দাসী জাপানী সেনা কর্মকর্তা ও জওয়ানদের মনোরঞ্জনে বাধ্য হয়েছিলেন তাদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে জাপান। সোমবার সিউলে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বিবিসির।এজন্য দক্ষিণ কোরিয়াকে প্রায় সাড়ে আট মিলিয়ন মার্কিন ডলার দেবে দেশটি। বিষয়টি নিয়ে দুই দেশের বৈরিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই চলে আসছে। ধারণা করা হয়, প্রায় দুই লক্ষ নারীকে সেসময় যৌন দাসত্বে বাধ্য করা হয়েছিল, যাদের একটি বড় অংশ ছিলেন কোরিয়ায় অধিবাসী। দক্ষিণ কোরিয়া বরাবরই এজন্য জাপানকে ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত নারী যাদের মাত্র ৪৬ জন এখন বেঁচে আছেন তাদের ক্ষতিপূরণ দেয়ার দাবিও করছে। এ দাবিতে সরকারের সঙ্গে যুক্ত হয়েছে দেশটির নারীবাদী সংগঠনগুলোও।দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানের মূল বৈরিতার দুটি কারণের মধ্যে এটি অন্যতম। আর অপর কারণ নানজিং গণহত্যা। দীর্ঘদিনের দ্বন্দ্বে সমাপ্তি ঘটাতে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। আগেই ধারণা করা হচ্ছিল, এ বৈঠক থেকে ভালো কোন ঘোষণা আসতে পারে।এর আগে ১৯৯৫ সালে জাপান সরকার একটি ফান্ড গঠন করলেও সেখানে সরকারি কোনো বরাদ্দ ছিল না। দাতাদের সহযোগিতায় ওই ফান্ডের মূলধন গড়ে উঠেছিল।এসআইএস/এমএস

Advertisement