আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় অ্যাসিডবাহী ট্রেন লাইনচ্যুত

অস্ট্রেলিয়ায় সালফিউরিক অ্যাসিড বোঝাই একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনের ২৬টি কন্টেইনারে প্রায় ২ লাখ লিটার অ্যাসিড ছিল। রোববার স্থানীয় সময় সকাল ১০.২০ মিনিটে উত্তর-পশ্চিম কুইন্সল্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।দুর্ঘটনায় ট্রেনটির তিনজন কর্মী আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পরপরই ওই স্থানে জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে দুই কিলোমিটার এলাকায় সাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।তবে ঘটনাস্থলে অ্যাসিড ছড়িয়ে পড়ছে কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি কুইন্সল্যান্ড পুলিশ। অঞ্চলটি প্রবল বর্ষণের কারণে বন্যাক্রান্ত হওয়ায় সেখানে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে এলে পুড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এসআইএস/আরআইপি

Advertisement