শিক্ষা

দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের কঠোর আন্দোলনের হুমকি

১৫ জানুয়ারির মধ্যে চার দফা দাবি না মানলে কঠোর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্যাহ সরকার বলেন, অষ্টম পে-স্কেল অনুযায়ী প্রধান শিক্ষকদের দশম গ্রেড, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড, সিলেকশন গ্রেড, টাইম স্কেল পুনর্বহাল, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা বাস্তবায়ন, প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ ও পদোন্নতি দিতে হবে। এসব দাবি আদায় না হলে আগামী ১৫ জানুয়ারি মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে। এরপরও যদি দাবি মানা না হয়, তাহলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন, সংগঠনের সভাপতি মো. নুরুজ্জামান আনসারী, সহ-সভাপতি মো. মাসুদুর রহমান, বদরুন নেসা, আব্দুর রহমান বাচ্চু, যুগ্ম-সম্পাদক মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।এনএম/এআরএস/এমএস

Advertisement