জাতীয়

থার্টি ফার্স্টে রাজধানীতে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা

ইংরেজি নববর্ষ ২০১৬ উপলক্ষে রাজধানীতে জন শৃঙ্খলা রক্ষা ও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে যানবাহন চলাচলে নতুন ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার রাজধানীর ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাময়িক সময়ের জন্য এ নতুন ট্রাফিক ব্যবস্থার কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি জানান, ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টা থেকে পরদিন (১ জানুয়ারি, শুক্রবার) ভোর ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনযোগে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) ব্যবহার করা যাবে। রাত ৮টার থেকে গুলশান বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং বনানী ১১ নং রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি রোড ক্রসিং, আমতলী ক্রসিং শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, গ্রুপ-ফোর, ডিওএইচএস বারিধারা ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং এলাকাগুলো ব্যবহার করা যাবে না। তবে এই সব এলাকা থেকে বের হওয়ার জন্য এসব ক্রসিং ব্যবহার করা যাবে। একইভাবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে পরদিন (১ জানুয়ারি) ভোর ৫ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী ব্যতীত অন্য যেকোনো ব্যক্তি বা যানবাহন শুধুমাত্র হাইকোর্ট-দোয়েল চত্বর-শহীদ মিনার-জগন্নাথ হলের দক্ষিণ গেট-পলাশীমোড় রাস্তাটি ব্যবহার করা যাবে। রাজধানীতে কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপদজ্জনক অবস্থায় গাড়ি না চালানোর জন্য রাজধানীবাসীকে অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়াও সড়ক ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো জরুরি প্রয়োজনে নিম্ন উক্তে নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানিয়েছেন। সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতার জন্য ডিসি ট্রাফিক (নর্থ) ০১৭১৩-৩৭৩২২৫, এডিসি ট্রাফিক (নর্থ) ০১৭১৩-৩৭৩২২৬, এসি ট্রাফিক (গুলশান) ০১৭১৩-৩৯৮৪৯৭, এসি ট্রাফিক (উত্তর) ০১৭১৩-৩৯৮৪৯৮, ডিসি ট্রাফিক (সাউথ) ০১৭১৩-৩৭৩২২৩, এডিসি ট্রাফিক (সাউথ) ০১৭১৩-৩৭৩২২৪, ডিসি (গুলশান) ০১৭১৩-৩৭৩১৬৬, ও ডিসি (উত্তর) ০১৭১৩-৩৭৩১৫৬ এই নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার শেখ মো. মারুফ হাসান ও যুগ্ম কমিশনার (ক্রাইম) মীর রেজাউল আলম, যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, ডিএমপি’র ডিসি (মিডিয়া) মারুফ হোসেন সরদার, এডিসি এসএম জাহাঙ্গীর আলম সরকার।জেইউ/জেডএইচ/এমএস

Advertisement