অ্যাপভিত্তিক কাজের কর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাইড শেয়ার অ্যান্ড সার্ভিস ডেলিভারি ওয়ার্কার্স ইউনিয়ন।
Advertisement
শুক্রবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ, কোম্পানির কমিশন ১০ শতাংশ নির্ধারণ, কোম্পানির খরচে জীবন ও স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা, অ্যাপভিত্তিক কাজের কর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করা, এই ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালে বিআরটিএ’র পরিসংখ্যান অনুসারে ঢাকায় মোটরসাইকেল (এক বছরেই) নিবন্ধিত হয়েছে ৭৮ হাজার ৫৫১টি। গত আট মাসে (আগষ্ট ২০২১) মোটর সাইকেল নিবন্ধিত হয়েছে ৫৪ হাজার ১৩৯টি। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং ও সার্ভিস ডেলিভারির কারণে এই সংখ্যা বাড়ছে। এ খাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, কিংবা স্বাধীনচেতা উচ্চ শিক্ষিত মানুষও যুক্ত রয়েছেন। করোনাকালে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরি হারানো মানুষ এ পেশায় যুক্ত হয়েছে। ধারণা করা হয়, শুধু ঢাকা শহরে ১০ লক্ষাধিক মানুষ রাইড শেয়ার ও সার্ভিস ডেলিভারি পেশার সঙ্গে যুক্ত।
Advertisement
তারা আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, এ খাতকে বিআরটিএ’র নিবন্ধনের আওতায় আনা হলেও শ্রম আইনে এখনো পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। রাইড শেয়ার পেশায় প্রয়োজনীয় বিনিয়োগ সম্পূর্ণ সংশ্লিষ্ট চালককে বহন করতে হয়। অ্যাপ কোম্পানিগুলি শুধু মধ্যস্থতা করার জন্য ঘোষিত ২৫ শতাংশ আর বিভিন্ন কৌশলে ৩০-৩৫ শতাংশ পর্যন্ত কমিশন আদায় করে। সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, জীবন ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে গাড়ি চালিয়ে উপার্জিত অর্থ থেকে দালালি খরচ বাবদ ৩০-৩৫ শতাংশ টাকা আদায় করা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়নটির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপদেষ্টা আহসান হাবীব বুলবুল, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব মো. রিয়াজ প্রমুখ।
আরএসএম/এমএইচআর/এএসএম
Advertisement