লাইফস্টাইল

ঘরেই ১৫ মিনিটে তৈরি করুন গ্লিসারিন

শীত আসতেই গ্লিসারিনের ব্যবহার বেড়ে যায়। ত্বকের জন্য খুবই প্রয়াজনীয় উপাদান এটি। শীতে ত্বক হয়ে পড়ে শুষ্ক। আর ত্বকের শুষ্কতা মুহূর্তেই দূর করতে পারে এক ফোঁটা গ্লিসারিন।

Advertisement

ত্বকের কোনো ধরনের ক্ষতি করে না গ্লিসারিন। হাত-পা, ঠোঁট, ত্বকসহ শরীরের সব স্থানেই এটি ব্যবহারযোগ্য। সাধারণত বিভিন্ন কসমেটিকস হাউজ থেকেই কেনা হয় গ্লিসারিন।

তবে বাজারের কেমিকেলযুক্ত গ্লিসারিন ব্যবহারের চেয়ে ঘরেই মাত্র ১৫ মিনিটে তৈরি করতে পারবেন এটি। জেনে নিন কীভাবে-

গ্লিসারিন তৈরির পদ্ধতি

Advertisement

প্রথমে একটি সসপ্যান চুলায় হালকা আঁচে বসিয়ে দিন। এতে এবার এক কাপ নারকেল তেল ও অলিভ অয়েল মিশিয়ে দিন। অল্প আঁচে নাড়তে থাকুন।

এবার তেলের মধ্যে ১ চা চামচ লাই ও ১ কাপ পানি মিশিয়ে দিন। ১৫ মিনিটের জন্য মিশ্রণটি ফুটিয়ে নিন। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

যখন দেখবেন মিশ্রণটি একেবারেই পানির মতো স্বচ্ছ হয়ে গেছে তখন আধা কাপ লবণ মিশিয়ে দিন। এরপর আরও একটু নেড়ে চুলার আঁচ বন্ধ করে দিন।

মিশ্রণটি ঠান্ডা হতে দিন। এবার উপরে জমে থাকা অংশ তুলে ফেলুন। নীচের তরলটুকুই হলো গ্লিসারিন।

Advertisement

এবার একটি ছোট প্রসাধনী বোতলে গ্লিসারিন ঢেলে মুখ মন্ধ করে রেখে দিন রেফ্রিজারেটরে। আপনি এটি ৩-৪ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/এএসএম