দেশজুড়ে

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১, দগ্ধ ৭

ঝালকাঠিতে পাম্প বিস্ফোরণে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এছাড়া সাতজন দগ্ধ ও দুইজন নিখোঁজ রয়েছেন। দগ্ধরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন।

Advertisement

শুক্রবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অবস্থানকারী তেলবাহী জাহাজ ওটি সাগর নন্দিনী-৩ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নদীতে অপেক্ষমাণ অপর জাহাজ এমটি সুলতানার সুকানি মোয়াজ্জেস হোসেন বলেন, নদীতে জাহাজ (এমটি সুলতানা) নোঙ্গর করে তীরে ছিলাম। হঠাৎ বিকট আওয়াজের সঙ্গে সঙ্গে ধোঁয়া উড়তে দেখে ট্রলার নিয়ে কাছে যাই। এরপরে নিজেদের জাহাজে আবার আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য সেটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে রেখে কাছে ওই জাহাজের কাছে যাই আসি। গিয়ে দেখি আগুনের ধোঁয়ার মধ্যে লোকজন ছটফট করছে।

তিনি আরও বলেন, ওটি সাগর নন্দিনী জাহাজের তেল উত্তোলনকারী পাম্পটি বিকল ছিল। রাতে জাহাজ ঘাটে ফিরলে সকালে পাম্পটি সংস্কারের কাজ শুরু করা হয়। সেই পাম্প বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড ঘটে।

Advertisement

ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আটজন অগ্নিদগ্ধ লোককে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কামরুল (৩৫) নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেবাচিমে পাঠানো হয়েছে।

জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কুব্বাত আলী বলেন, সুগন্ধা নদীতে অপেক্ষমাণ তেলের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। বাকি সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে। যাতে জাহাজের কোনো ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

আতিকুর রহমান/এমআরআর/এমএস

Advertisement