পটুয়াখালীর চার উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে এসব ইউনিয়নের মধ্যে ১৩টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এবং ছয়টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
Advertisement
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে নৌকা প্রতীকের তানজিন নাহার সোনিয়া, ছোট বিঘাই ইউনিয়নে নৌকার প্রার্থী আলতাফ হোসাইন হাওলাদার, লোহালিয়া ইউনিয়নে নৌকার মো. কবির হোসেন তালুকদার, মাদারবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের আমিনুল ইসলাম মাসুম মৃধা, আউলিয়াপুর ইউনিয়নে নৌকার হুমায়ুন কবির, মরিচবুনিয়া ইউনিয়নে নৌকার মাসুম মৃধা এবং বড় বিঘাই ইউনিয়নে আনারস প্রতীকের জাফর হাওলাদার (আওয়ামী লীগের বিদ্রোহী) বিজয়ী হয়েছেন।
গলাচিপা উপজেলার পনপট্টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন মো. মাসুদ রানা (আনারস), চরবিশ্বাস ইউনিয়নে তোফাজ্জেল হোসেন বাবুল (নৌকা), ডাকুয়া ইউনিয়নে রনজিৎ রায় (নৌকা), গলাচিপা সদর ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন টুটু (নৌকা), গজালিয়া ইউনিয়নে মো. হাবিব বিশ্বাস (আনারস), চরকাজল ইউনিয়নে হাবিবুর রহমান মোল্লা (ঘোড়া), কলাগাছিয়া ইউনিয়নে মাইনুল সিকদার (ঘোড়া) ও বকুলবাড়িয়া ইউনিয়নে শহিদুল ইসলাম (আনারস)।
দশমিনা সদর ইউনিয়নে বিজয়ী হয়েছেন ইকবাল মাহমুদ লিটন (নৌকা) এবং দশমিনা উপজেলার বেতাগি -শানকিপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন মশিউর রহমান ঝন্টু (নৌকা)।
Advertisement
এদিকে বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে বিজয়ী হয়েছেন কামাল হোসেন বিশ্বাস (নৌকা) এবং সূর্যমনি ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের আনোয়ার হোসেন বাচ্চু।
আব্দুস সালাম আরিফ/কেএসআর/জিকেএস