নাশকতার অভিযোগে ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী জাহাঙ্গীরসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন- নাজমুল শরীফ, কুদ্দুস খান, আলমঙ্গীর খান ও এনায়েতুর রহমান। নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জাগো নিউজকে বলেন, নাজমুল শরীফকে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতিকালে ৭টি পেট্রলবোমাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কাউন্সিলর প্রার্থী কাজী জাহাঙ্গীরসহ অন্যদের আটক করা হয়। পরে সোমবার সকালে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কাউন্সিলর প্রাথীসহ ৫ জনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করা হয়। আটকদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।আতিকুর রহমান/এসএস/আরআইপি
Advertisement