করোনা শনাক্তে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেলো জার্মানি। দেশটিতে নতুনভাবে গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানায়। করোনা মহামারির পর এই প্রথম জার্মানিতে একদিনে ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হলো। অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই দেশটিতে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। খবর এনডিটিভির।
Advertisement
দেশটির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সংক্রমণ বাড়াকে নাটকীয় বলে বর্ণনা করেছেন। মার্কেলের মুখপাত্র বলেন, মহামারিটি একটি নতুন আঙ্গিকে আবার ফিরে এসেছে। প্রাদুর্ভাব রোধে আঞ্চলিক কর্তৃপক্ষকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
জার্মানিতে ৬৭ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে যা তুলনামূলকভাবে কম। ধারণা করা হচ্ছে এ কারণেই করোনার সংক্রমণ বেড়েছে। ফলে দেশটির হাসপাতালগুলোতেও চাপ বাড়ছে।
সম্প্রতি দেশটির স্যাক্সনি, বাভারিয়া ও অতি সম্প্রতি বার্লিনসহ বেশ কয়েকটি রাজ্য করোনায় সংক্রমণ বাড়ছে। ফলে যারা টিকা নেয়নি তাদের টার্গেট করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
Advertisement
সোমবার থেকে বার্লিন কর্তৃপক্ষ টিকাবিহীন লোকদের রেস্তোরাঁ, রাস্তার মোড়, বার, স্পোর্টস হল ও সেলুনে প্রবেশ নিষিদ্ধ করবে। জার্মানিতে এখন পর্যন্ত প্রায় ৪৯ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৯৭ হাজার পাঁচশ ৯৯ জনের।
এমএসএম/এএসএম