স্বাস্থ্য

২৪ ঘণ্টায় মৃত্যু নেই ৭ বিভাগে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় করোনায় শুধুমাত্র ঢাকা বিভাগে পঞ্চাশোর্ধ্ব বয়সী একজন পুরুষের মৃত্যু হয়েছে। এসময়ে বাকি ৭ বিভাগ- চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে কোনো রোগীর মৃত্যু হয়নি।

Advertisement

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯০৭ জনে।

বিভাগওয়ারি পরিসংখ্যানে এ পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৭১ জন এবং সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে ৮৪৪ জন। এছাড়া চট্টগ্রামে ৫ হাজার ৬৬৬ জন, রাজশাহীতে ২ হাজার ৪৬ জন, খুলনায় ৩ হাজার ৬০২ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে ১ হাজার ২৬৭ জন এবং রংপুর বিভাগে ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৫৯৬টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে ১ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হলো।

একইসময়ে নমুনা পরীক্ষায় নতুন ২৩৭ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন।

দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এর ১০ দিন আগে ৮ মার্চ দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়।

Advertisement

এমইউ/এমকেআর/এএসএম