প্রতিশোধ হয়তো বলা যাবে না, তবুও এমন জয়ে তৃপ্তির তো শেষ নেই। যাদের কাছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা হারানো, সেই ইংল্যান্ডকে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে নিউজিল্যান্ড। যে জয়ে বড় অবদান ছিল কিউই অলরাউন্ডার জিমি নিশামেরও।
Advertisement
ড্যারিল মিচেল যতই ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান, নিশামের ব্যাট থেকে ঝড়োগতির ২৭ রান না এলে এবারও হয়তো ইংলিশ বিষে নীল হতে হতো কিউইদের।
আবুধাবিতে গতকাল নিশাম যখন ব্যাটিং নামেন তখন নিউজিল্যান্ডের শেষ ২৩ বলে দরকার ছিল ৫৯ রান। একদম ধরাছোঁয়ার বাইরে থাকা সেই লক্ষ্যমাত্রা ছোঁয়া নিউজিল্যান্ডের জন্য সহজ হয় মাত্র ১১ বলে নিশামের খেলা ২৭ রানের ইনিংসের সুবাদেই।
অবশ্য এমন নায়কোচিত ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেওয়ার পরও গতকাল নিউজিল্যান্ডের বিজয়োল্লাসের সময় নিশামকে দেখা গেল নির্বিকার। অবিশ্বাস্য জয়ে দলের প্রত্যেক খেলোয়াড়, কোচিং স্টাফ যখন আনন্দে আত্মহারা, তখন চেয়ারে ঠায় বসেছিলেন নিশাম।
Advertisement
পরে তার চুপচাপ বসে থাকা ছবিটি টুইট করা হয় ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে লেখা হয়, ‘জিমি নিশাম একটুও নড়ছে না।’
বিষয়টি আবার নজরে পড়েছে নিশামেরও। টুইটারে বরাবরই রসিকতা জন্য জনপ্রিয় এই ক্রিকেটার ক্রিকইনফোর ওই টুইটটি রিটুইট করে লেখেন, ‘কাজ কি শেষ হয়েছে? আমার তো মনে হয় না।’
নিশাম মূলত বোঝাতে চেয়েছেন, সেমিফাইনালে জিতেই সন্তুষ্ট নয় তিনি বা তার দল। এবার তাদের লক্ষ্য শিরোপা। আর শিরোপা জয়ের পরেই হয়তো উদযাপনের পরিকল্পনা করে রেখে দিয়েছেন নিশাম।
এসএস/জিকেএস
Advertisement