আন্তর্জাতিক

বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে ১৮ বার ছুরিকাঘাত

বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে ১৮ বার ছুরিকাঘাত

বিয়েতে রাজি না হওয়ায় এক তরুণীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই তরুণী বিয়ে করতে না চাওয়ায় তার প্রেমিক তাকে ১৮ বার ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

স্থানীয় সময় বুধবার ভারতের হায়দরাবাদে এই ঘটনা ঘটেছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রেমিকা। ফলে রাগের মাথায় ওই নারীর ওপর হামলা চালান তিনি।

ওই তরুণীর বাড়িতেই তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি এলবি নগর পুলিশ স্টেশনের আওতাধীন হাস্তিনাপুরম এলাকায় থাকতেন।

হামলাকারীর নাম বাসাভরাজ বলে জানানো হয়েছে। ওই তরুণী দুই মাস আগেই শ্রীধর নামের এক ব্যক্তির সঙ্গে আংটি বদল করায় তার প্রেমিক ক্ষেপে যায়।

Advertisement

বাসাভরাজ এবং তার প্রেমিকার বাড়ি বিক্রবাদ জেলার দৌলতাবাদে। তাদের মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এর মধ্যেই ওই নারী অন্য একজনের সঙ্গে আংটি বদল করেন।

ছুরিকাঘাতে আহতের পর সিরিশা নামের ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। অপরদিকে তার প্রেমিক বাসাভরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

টিটিএন/জিকেএস

Advertisement