মানিকগঞ্জ সদর পৌরসভার ২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪ টিই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা। ২৫টি কেন্দ্রে পুলিশ, আর্মড পুলিশ, আনসারসহ আট শতাধিক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।জেলা নির্বাচন অফিস ও রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে ব্যালট বাক্স, ব্যালট পেপার, কালিসহ নির্বাচনের অন্যান্য সরঞ্জামাদি রোববার মানিকগঞ্জে এসে পৌঁছেছে। ভোট গ্রহণের আগের দিন সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। ইতোমধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান জাগো নিউজকে বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে বিভিন্ন ধরনের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এদের নেতৃত্বে থাকবেন একজন উপ-পরিদর্শক (এসআই)। এছাড়া পৌর এলাকায় টহলে থাকবে ৬ টি মোবাইল টিম। ভোটের দুই দিন আগে থেকে পৌর এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। তবে রোগী বহনকারী, বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত, মিডিয়ার গাড়িসহ গুরুত্বপূর্ণ যানবাহনগুলো চলাচলে কোনো বাধা থাকেবে না।জেলা রিটানিং অফিসার গাজী মো. আসাদুজ্জামান কবির জাগো নিউজকে বলেন, প্রার্থীর বাড়ির পাশে অথবা প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে এমন কেন্দ্র গুলোকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশা করেন তিনি।১৯৭২ সালে প্রতিষ্ঠিত মানিকগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয় ১৯৯৭ সালে। ৪২.২৮ বর্গ কিলোমিটা এ পৌরসভায় মোট ভোটার ৪৯ হাজার ৪৩২ জন।এর মধ্যে ২৪ হাজার ৪১৯ জন পুরুষ এবং২৫ হাজার ১৩ জন নারী রয়েছে। ২৫ টি কেন্দ্রে বুথ সংখ্যা ১২৬ টি।উল্লেখ্য, মানিকগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। এর মধ্যে মো. রমজান আলী লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদ গাজী কামরুল হুদা সেলিমের প্রতীক নারিকেল গাছ। ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নাসির উদ্দিন আহম্মেদ যাদু। প্রথমবারের মতো দলীয় মনোনয়ন ও প্রতীকে এই নির্বাচন হলেও বিশ্লোষকরা মনে করেন, মানিকগঞ্জ পৌরসভায় লড়াই হবে ত্রিমুখী। অপরদিকে একটি রিটের পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে যাওয়া মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। এ পৌরসভায় মেয়র পদে বিএনপি-আওয়ামীলীগসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী। এরই মধ্যে প্রার্থীদের মাঝে প্রতীকও বরাদ্ধ দেয়া হয়েছে বলে জানালেন সিংগাইর পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার মো. মুনির হোসাইন।বি.এম খোরশেদ/এসএস/এমএস
Advertisement