পাকিস্তান ক্রিকেটকে ঢেলে সাজানোর জন্যই যেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছেন রমিজ রাজা। তার হাত ধরে ছেলেদের ক্রিকেট তো দুরন্ত গতিতে ছুটছেই। এবার নারীদের ক্রিকেটে অভিনব এক পরিকল্পনার কথা জানালেন রমিজ।
Advertisement
বিশ্বের প্রায় সব দেশেই এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খুব জনপ্রিয়। পুরুষদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট হয় প্রায় সব দেশে। বেশ কয়েক বছর ধরে নারীদের আলাদা টুর্নামেন্ট আয়োজন করে আসছে অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে নাম লেখানোর আশা পাকিস্তানের।
এশিয়ার প্রথম দেশ হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নারী টি-টোয়েন্টি লিগ আয়োজন করে সবাইকে চমকে দিতে চান পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ।
এক ভিডিও বার্তায় পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘নারী পিএসএল (পাকিস্তান সুপার লিগ) আয়োজনের চিন্তা আমার মাথায় ঘুরছে। ভারতীয় ক্রিকেট বোর্ড নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের আগ্রহ প্রকাশ করলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। প্রথম এশিয়ান দেশ হিসেবে আমরা এটা আয়োজন করব।’ নারী পিএসএলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ পিএসএল আয়োজনের কথাও ভাবছেন রমিজ। এই ব্যাপারে পিসিবি প্রধানের বক্তব্য, ‘২০২২ অক্টোবরে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে পিএসএল হবে। আমরা অধীর আগ্রহে বসে আছি কারণ আমরাই প্রথম এটা আয়োজন করতে যাচ্ছি। ইংল্যান্ড তখন তাদের অনূর্ধ্ব-১৯ দল পাঠাবে।’
Advertisement
এসএএস/এএসএম