জাতীয়

প্রফেসর শফিউল হত্যাকারীদের শাস্তি চাইলেন রাষ্ট্রপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ কে এম শফিউল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।মঙ্গলবার বিকেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৪র্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।তিনি বলেন, আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। এ ঘটনায় গোটা জাতির সাথে আমিও গভীরভাবে ব্যথিত ও দুঃখিত। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একজন জ্ঞানতাপস শিক্ষক এভাবে খুন হবেন তা কারো কাম্য নয়। আমি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানাই। এ সময় তিনি নিহত শফিউল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যায়ের শিক্ষকদের গবেষণার ক্ষেত্র বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এ কথা অনস্বীকার্য যে শিক্ষার সাথে গবেষণা নিবিরভাবে জড়িত। কারণ গবেষণার মাধ্যমে সৃষ্টি হয় নতুন জ্ঞানের, যা সমাজের বিদ্যমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিজেদের গবেষণায় সম্পৃক্ত রাখতে হবে, বাড়াতে হবে গবেষণার ক্ষেত্র। রুয়েট আচার্য ও রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশে কী ধরনের গবেষণা হচ্ছে তা যেমন জানতে হবে, তেমনি বাংলাদেশের বাস্তবতার নিরিখে কর্মপন্থা ঠিক করতে হবে। বিশ্বায়নের সঙ্গে যুক্ত থেকেও সমুন্নত রাখতে হবে নিজস্ব কৃষ্টি আর গৌরবকে। শিক্ষা যেন মানবতার কল্যাণে ব্যবহৃত হয় সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে। বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসমূহের প্রতি আহ্বান জানাই।সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মনে রাখবে, তোমাদের এ পর্যায়ে নিয়ে আসতে সমাজের মেহনতি মানুষের অবদান রয়েছে। তাদের কাছে তোমরা ঋণী। তোমরা তোমাদের অর্জিত জ্ঞান, মেধা ও মনন দিয়ে দেশমাতৃকার কল্যাণ করতে পারলে সে ঋণ কিছুটা হলেও শোধ হবে।রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর মো. মোশাররাফ হোসেনের পরিচালনায় সমাবর্তনে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন রুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহা: রফিকুল আলম বেগ। এ সময় সমাবর্তনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ ফজলে হাসান বাদশা, রাসিক মেয়য় মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৫১৩ জনেক ডিগ্রি দেওয়া হয়। এছাড়া ৩৫ জন শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের জন্য স্বর্ণপদক দেওয়া হয়। উল্লেখ্য, গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন চৌদ্দপাই এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউলকে। পুলিশ সন্দেহভাজন হিসেবে অর্ধশতাধিক লোককে আটক করে ১১ জনকে গ্রেপ্তার দেখালেও মূল হত্যাকারীদের এখনো চিহ্নিত করতে পারেনি।

Advertisement