ফিচার

আজকের এইদিনে : ২৮ ডিসেম্বর ২০১৫

১৮২৮ সালে জাপানের এবিগোতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোকের প্রাণহানি।১৮৮৫ সালে বোম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু।১৮৯৫ সালে জনসমক্ষে সারা বিশ্বের প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় প্যারিসে।১৯০৮ সালে ভূমিকম্পে সিসিলির মেসিলা শহর পুরোপুরি ধ্বংস হয় এবং ৩৮ হাজার লোক নিহত হয়।১৯১০ সালে ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।১৮৮৯ সালে শিক্ষাবিদ স্যার এ. এফ. রহমানের জন্ম।১৯২৫ সালে রুশ কবি সের্গেই ইয়েসেনিনের মৃত্যু।১৯৯৩ সালে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা আবদুল জব্বার খাঁর মৃত্যু।এইচআর/এমএস

Advertisement