করোনায় ক্ষতিগ্রস্ত মাইক খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য সরকারের কাছে ১০০ কোটি টাকা প্রণোদনার দাবি জানিয়েছে বাংলাদেশ মাইক মালিক সমিতি।
Advertisement
বুধবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, করোনার কারণে কাজ না থাকায় বাংলাদেশ মাইক মালিক সমিতির এক লাখ মালিক, চার লাখ কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। সরকার বিভিন্ন খাতে বিভিন্ন অংকে প্রণোদনা দিয়েছে। কিন্তু কোনো সহায়তা না পেয়ে মাইক ও ডেকোরেটর মালিকরা মানবেতর জীবনযাপন করছেন।
তারা বলেন, দেশে রাজনৈতিক সভা সমাবেশ, ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান না হওয়ায় মাইক ও সাউন্ডবক্স ভাড়া বন্ধ ছিল। আমরা আমাদের দাবি নিয়ে বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এ নিয়ে বারবার দাবি করলেও কোনো উপকার পাইনি।
Advertisement
সংবাদ সম্মেলনে সরকারের কাছে দাবি জানিয়ে বলা হয়, মাইক মালিক-শ্রমিকদের সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হোক। অথবা স্বল্প মুনাফায় দেশের সকল মাইক মালিক-শ্রমিককে একশ কোটি টাকা ঋণ দেওয়ার দাবি জানান তারা।
এমআইএস/বিএ/জিকেএস