বিনোদন

সেন্সর পেয়েছেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রে তার অভিনীত সিনেমা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিনেত্রী পরীমনি। এরই মধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরী অভিনীত এসব সিনেমার ‘মেকিং’ শেষ হলেও এখন পর্যন্ত পরীর কোনো সিনেমা-ই মুক্তি পায়নি। পরী অভিনীত ‘রানাপ্লাজা’ সিনেমাটি এরই মধ্যে সেন্সরে জমা পরলেও তা সেন্সর বোর্ডে আটকে আছে।এসব কিছুকে ছাপিয়ে গত সোমবার পরী অভিনীত পাগলা দিওয়ানা সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছেন। পরীর বিপরীতে এতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এ ছাড়াও  এতে অভিনয় করেছেন, সবুজ-অমৃতা, মিশা সওদাগর, রুবেল, আলীরাজ প্রমুখ।নির্মাতা ওয়াজেদ আলী সুমন জানান,  গতকাল আনকাট ছাড়পত্র পেয়েছি। আগামী রোববার পরিবেশক সমিতিতে হয়তো জমা দিব। পরিবেশক সমিতির বুকিং দেখে আমরা সিনেমাটির মুক্তি দেওয়ার পরিকল্পনা করব।তিনি আরো জানান, পুতুল কথা চিত্রের ব্যানারে নির্মিত পাগলা দিওয়ানা ঢাকা, রাজশাহী, পূবাইলসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। চলতি বছরের আগষ্টে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। একটি আইটেম গানসহ এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পরীমনির। এর পর নজরুল ইসলাম খান পরিচালিত রানা প্লাজা সিনেমায় অভিনয় করে চলচ্চিত্র সংশ্লিষ্টদের চোখে পরেন এ অভিনেত্রী। পরীমনি অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো, ভালোবাসা সীমাহীন, রানা প্লাজা, মনজুড়ে তুই, পুড়ে যায় মন। এ ছাড়া শুটিং চলছে মন জানে না মনের ঠিকানা, লাভার নাম্বার ওয়ান, ধূমকেতু, নগর মাস্তান, মহুয়া সুন্দরী’সহ আরো বেশ কয়েকটি সিনেমার।

Advertisement