জাতীয়

গৃহকর্মীদের মর্যাদা প্রতিষ্ঠার নীতিমালাকে আইনে পরিণত করা হবে

দেশের ২০ লাখ গৃহকর্মীর শ্রম অধিকার ও শ্রম মর্যাদা প্রতিষ্ঠায় সরকার যে সুরক্ষা ও কল্যাণ নীতিমালা করেছে তা শিগগিরই আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি -২০১৫’ উপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমজীবী মানুষের কল্যাণে ও তাদের অধিকার রক্ষায় খুবই আন্তরিক। ‘গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক উদ্যোগে এবং বিশিষ্ট শ্রমিক নেত্রী শিরিন আখতার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য শ্রমিক নেতা মেসবাহ উদ্দীন আহমদ, বিলসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বিশিষ্ট শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, গৃহকর্মী অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের আহবায়ক ড. হামিদা হোসেন ও সদস্য সচিব সৈয়দ সুলতান উদ্দীন আহমদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী ও বিলসের কর্মকর্তা নাজমা ইয়াসমিন প্রমুখ। আগামী সপ্তাহের মধ্যে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা গেজেট আকারে প্রকাশের পর ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি -২০১৫’ আলোকে গৃহকর্মীদের ডাটাবেজ তৈরি ও মনিটরিং সেলের কাজ শুরু হবে। এই নীতিমালা বাস্তবায়নে গণসচেতনতা এবং প্রচার-প্রচারণা বৃদ্ধি করা হবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি -২০১৫’ মন্ত্রিসভায় অনুমোদন হয়।একে/আরআইপি

Advertisement