দেশজুড়ে

বরিশালের ৫৮টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু

পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য বরিশালের ছয়টি পৌরসভায় ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের পক্ষে স্ব-স্ব কর্মকর্তারা রোববার দুপুর থেকে নগরীর নথুল্লাবাদের জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জামদি গ্রহণ করেন। পরে তা কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরঞ্জাম স্ব-স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান সহকারী রিটার্নিং অফিসাররা। সোমবার পর্যন্ত নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান। তিনি জানান, নির্বাচনী সরঞ্জামাদির মধ্যে ব্যালট পেপার, অমোছনীয় কালীসহ যাবতীয় মনোহরি এবং স্টেশনারী দ্রব্য। বরিশালের ছয় পৌরসভায় ৫৮টি ভোট কেন্দ্রের ৩০১টি কক্ষে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এ লক্ষে উপজেলা নির্বাচন অফিসে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। ২৯ ডিসেম্বর উপজেলা নির্বাচন অফিস থেকে পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে স্ব-স্ব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হবে। বরিশালের ছয় পৌরসভায় নির্বাচন সুষ্ঠু-সুন্দর করার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।সাইফ আমীন/এআরএ/আরআইপি

Advertisement