দেশজুড়ে

আদিয়ান মার্টের সিইওসহ চারজনের জামিন আবেদন নাকচ

চুয়াডাঙ্গায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিকসহ চারজনের জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছেন আদালত।

Advertisement

তিনদিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তোলা হলে বিচারক মানিক দাস জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, গত ৩০ অক্টোবর গ্রেফতারদের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মণ্ডল। ২ নভেম্বর রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। ওইদিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিক, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আরেক আসামি সিইও জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়।

সোমবার (৮ নভেম্বর) তাদের রিমান্ড শেষ হয়। আজ মঙ্গলবার ফের জামিন আবেদন করে আসামিদের আইনজীবী। তবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

গত ২৯ অক্টোবর গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, তার বাবা আবু বক্কর সিদ্দিক, ভাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক ওরফে রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেফতার করে র্যাব।

সালাউদ্দীন কাজল/এসআর/এমএস