শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বিকেল ৪টা পর্যন্ত ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। প্রতিদিন ভোর ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪-৫টি ফেরি দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন পারাপার করা হবে। বাস, পণ্যবাহী ট্রাক পারাপার আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
Advertisement
এর আগে, সোমবার (৮ নভেম্বর) পরীক্ষামূলক ফেরি চলাচল সফল হওয়ায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। মঙ্গলবার ভোর থেকে চারটি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে।
ফেরি চলাচল শুরু হওয়ায় এই নৌরুট ব্যবহারকারী প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ ছোট যানবাহন ও মোটরসাইকেল মঙ্গলবার ভোর থেকে পারাপার হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া ঘাটের দোকানপাটও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ‘ফেরি সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। প্রতিদিন ৪-৫টি ফেরি ছোট যানবাহন পারাপার করবে।’
Advertisement
একে এম নাসিরুল হক/ইউএইচ/জিকেএস