একদিন আগেও বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম ছিল। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে আবারও সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমণে মারা গেছে ৬ হাজার ৪৭৩ জন। একই সময়ে নতুন আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৫৯৭।
Advertisement
একদিন আগে মারা গেছে চার হাজার ৪৬৩ জন। একই সময়ে আক্রান্ত হয়েছে তিন লাখ ৪০ হাজার ৭৮৪ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে সংক্রমণ এবং মৃত্যু দুই-ই বেড়েছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০ লাখ ৭১ হাজার ৫৮ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ১০ লাখ ৭৫ হাজার ৪৯ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৩৮৩ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ১৬০ জন। এদের মধ্যে মারা গেছে সাত লাখ ৭৬ হাজার ২৪৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৯৬৯ জন।
Advertisement
সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪৫৫। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬১ হাজার ৩৪৭ জনের। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে তিন কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ২৩৭ জন।
করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ নয় হাজার ৬০২ জনের। মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৭৭ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ১০ লাখ ৮২ হাজার ৩৪৩ জন।
তালিকায় চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৩৩ হাজার ৮৯১। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪১ হাজার ৮৬২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৬ লাখ ২৯ হাজার ৯৯০ জন।
এদিকে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ৩৪ হাজার ৪৯৫। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৭৫ লাখ ৮৭ হাজার ৫৬০ জন।
Advertisement
তালিকায় এরপরেই রয়েছে তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া, ইতালি, জার্মানি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পেরু, ইরাক, থাইল্যান্ড, কানাডা, জাপান, চিলি, রোমানিয়া, বাংলাদেশসহ অন্যান্য দেশগুলো।
এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯০১ জনে। ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। মৃত ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে সরকারি হাসপাতালে চারজন ও বেসরকারি হাসপাতালে দুইজন মারা যান।
টিটিএন/জিকেএস