দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় কাউন্সিলর প্রার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের কালকিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছমত আলী বেপারী (৫৫) নিহত হয়েছেন। রোববার বিকেলে কালকিনি-ভূরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, কালকিনি-ভূরঘাটা সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সভায় অংশ নিতে যাওয়ার সময়  মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে কালকিনি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানেই তার মৃত্যু হয়। তিনি নির্বাচনে ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বিন্দ্বিতা করছিলেন। অপরদিকে, কালকিনি পৌর নির্বাচনের রিটানিং অফিসার আলাউদ্দিন বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী মারা গেলে সেই পদের নির্বাচন স্থগিত করা হবে। এরপর আবারো তফসিল ঘোষণা করে ওই পদের নির্বাচন পুনরায় অনুষ্ঠিত হবে।নাসিরুল হক/এআরএ/আরআইপি

Advertisement