আইন-আদালত

পরিবেশের ছাড়পত্র নেই গাজীপুরে এমন হাসপাতাল-ক্লিনিক কেন বন্ধ নয়

গাজীপুরে অবস্থিত যেসব হাসপাতাল ও ক্লিনিকের পরিবেশগত ছাড়পত্র নেই সেগুলো কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

Advertisement

একই সঙ্গে ওই হাসপাতালগুলোর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী ৬০ দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন রিট আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মো. কাওসার হোসাইন। আদালতে আজ তিনি উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

Advertisement

এর আগে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া ভুক্তভোগী গাজীপুর বাসিন্দা মেহিদী হাসান এ বিষয়ে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের গাজীপুরের তথ্য অনুযায়ী মোট ২৩০টি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এর মধ্যে মোট ২৪টির ছাড়পত্র রয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

এফএইচ/জেডএইচ/জেআইএম

Advertisement