দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে একজনের মৃত্যু, শনাক্ত ৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বয়স ৬৫ বছরের ওপরে।

পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন আটজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ৩১ জন। করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন চারজন।

Advertisement

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৩ জনের নমুনা পরীক্ষায় পাঁচজন শনাক্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় একজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার দুই দশমিক ৪৯ শতাংশ।

ফয়সাল আহমেদ/ইউএইচ/জেআইএম