ফিচার

আল্লামা মুহাম্মদ ইকবালের জন্ম

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

০৯ নভেম্বর ২০২১, মঙ্গলবার। ২৪ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১৭৯৮- ব্রিটিশ গভর্নরের আদেশে কলকাতায় রোববারে ঘোড়দৌড় ও সব রকম জুয়াখেলা নিষিদ্ধ হয়।১৯০৮- এলিজাবেথ ন্যারেথ অ্যান্ডারসন বৃটেনের প্রথম নারী নির্বাচিত হন।১৯৫৩- ফ্রান্স থেকে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে।১৯৭২- মার্কিন যুক্তরাষ্ট্রে ২৫ লাখ বছরের পুরোনো ফসিল উদ্ধার করা হয়।২০০০- ভারতে উত্তর প্রদেশ রাজ্যকে খণ্ডিত করে উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়।

জন্ম১৮১৮- রাশিয়ার খ্যাতনামা উপন্যাস লেখক ইভান তুর্গেনেভ।১৮৬৮- কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুকাভিনেতা মারি ড্রেসলার।১৮৮৫- জার্মান গণিতবিদ হেরমান ভাইল।১৮৭৭- বিভাগপূর্ব ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ আল্লামা মুহাম্মদ ইকবাল। তার ফার্সি ও উর্দু কবিতা আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ইকবাল ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, ইরানিয়ান এবং অন্যান্য আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসেবে প্রশংসিত।১৯৩৬- দাবার বিশ্ব চ্যাম্পিয়ন মিখাইল তাল।১৯৪৫- হিন্দুস্থানী উচ্চাঙ্গ সংগীত শিল্পী শিপ্রা বসু।

Advertisement

মৃত্যু১৯১৮- ফরাসি কবি গিইয়োম আপলিনের।১৯৫৩- ইংরেজ কবি ডিলান টমাস।২০০১- ইতালীয় আইনজীবী এবং রাজনীতিবিদ, ইতালির ৬ষ্ঠ প্রেসিডেন্ট জিওভান্নি লিওন। ২০০৫- ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ভারতের ১০ম রাষ্ট্রপতি কে আর নারায়ণন।২০১১- ভারতীয় বংশোদ্ভূত নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন বিজ্ঞানী হর গোবিন্দ খোরানা।

কেএসকে/জেআইএম