খেলাধুলা

অনেক নারীই পুরুষ দলের কোচ হওয়ার যোগ্যতা রাখে: সারাহ

ক্রিকেটে পুরুষদের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছেন নারীরাও। পুরুষদের অনেক রেকর্ড ভেঙেও দিচ্ছেন নারী ক্রিকেটাররা। এবার পুরুষদের কোচিংয়ে নারী ক্রিকেটাররাও আসতে পারেন বলে মনে করেন সাবেক ইংলিশ নারী ক্রিকেটার সারাহ টেলর।

Advertisement

বর্তমানে কাউন্টি ক্রিকেটে সাসেক্স পুরুষ দলের উইকেটরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সারাহ। ক্রিকেট নেক্সট ডটকমে নারীদের কোচিং ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন সারাহ। 

সাবেক ইংলিশ এই নারী উইকেটরক্ষক ব্যাটারের বক্তব্য, ‘পুরুষ ক্রিকেটে নারীদের কোচিং করানোর ব্যাপারটা তো অসাধারণ। অনেক নারীই পুরুষ ক্রিকেটে কোচিংয়ে অবদান রাখবে বলে আমি মনে করি। এটা নারী ক্রিকেটারদের সম্ভাবনার দুয়ার খুলে দেবে।’  

শুধু সাসেক্স দলেই নয়, এবার আবুধাবি টি-টেন লিগেও কোচিং করাবেন সারাহ। আসন্ন পঞ্চম টি-টেন লিগে তিনি টিম আবুধাবির সহকারী কোচ হিসেবে থাকবেন। 

Advertisement

টিম আবুধাবিতে এবার খেলবেন ক্রিস গেইল। গেইলের সঙ্গে আগে কখনো দেখা হয়নি সারাহর। ‘ইউনিভার্সাল বস’ এর সঙ্গে দেখা করতে উদগ্রিব হয়ে আছেন সাবেক ইংলিশ নারী উইকেটরক্ষক।

আইএইচএস/