দেশজুড়ে

আত্মহত্যার আগে আটজনকে দায়ী করে গেলেন রাজমিস্ত্রি

ফেনীর সোনাগাজী উপজেলায় ইমরান হোসেন (১৮) নামের এক রাজমিস্ত্রি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি তার মৃত্যুর জন্য আট ব্যক্তিকে দায়ী করে গেছেন।

Advertisement

রোববার (৭ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম চরদরবেশ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। সোমবার (৮ নভেম্বর) ময়নাতদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইমরান পশ্চিম চরদরবেশ এলাকার মো. মাইন উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি শখ করে টিকটক ভিডিও করতেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে চর দরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) পলান উদ্দিন বলেন, কয়েকদিন আগে আদর্শগ্রাম এলাকার মুছাপুর সড়কে টিকটক করার সময় স্থানীয় এক মেয়ের ছবি ভিডিওতে চলে আনে। এনিয়ে ওই মেয়ের ভাইসহ সাত-আটজন ইমরানকে মারধর করেন। ইমরান তাদের কাছে বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছিলেন। এরপর রোববার সন্ধ্যায় স্থানীয় মসজিদে নামাজ পড়তে গেলে ফের তাকে হুমকি-ধমকি দেওয়া হয়। এসব ঘটনায় ইমরান আত্মহত্যা করেছেন বলে ধারণা ইউপি সদস্যের।

Advertisement

ইমরানের বাবা মাঈন উদ্দিন বলেন, আমার ছেলে অপমান সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। তার বিছানার নিচে আমরা ‘সুইসাইড নোট’ পেয়েছি। সেখানে ইমরান তার মৃত্যুর জন্য আটজনকে দায়ী করে গেছে। সে সুইসাইড নোট পুলিশকে দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুুতি নিচ্ছি।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, সুইসাইডের লেখাগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সেখানে থাকা নামগুলোর বিষয়েও আমরা খোঁজখবর নিচ্ছি।

নুর উল্লাহ কায়সার/এসআর/জিকেএস

Advertisement