দেশে ক্রমেই কমছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে, এ দিন দেশের আট বিভাগের মধ্যে ঢাকা ও খুলনা ছাড়া অন্য ছয় বিভাগে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
Advertisement
সোমবার (৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পুরুষ তিনজন ও নারী তিনজন। বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে ঢাকায় চারজন ও খুলনায় দুইজন মারা গেছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চারজন এবং বেসরকারি হাসপাতালে দুইজন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। আর ৮ নভেম্বর পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০১ জনে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৬৮ জন, সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে ৮৪৪ জন। এছাড়া চট্টগ্রামে ৫ হাজার ৬৬৩ জন, রাজশাহীতে ২ হাজার ৪৬ জন,খুলনায় ৩ হাজার ৬০২ জন, বরিশালে ৯৪৬ জন,সিলেটে ১ হাজার ২৬৭ জন এবং রংপুরে ১ হাজার ৩৬৫ জন মারা গেছেন।
Advertisement
এমইউ/এমএএইচ/জিকেএস