দেশজুড়ে

বাজিতপুরে এমপির বিরুদ্ধে ভয়ভীতির অভিযোগ বিদ্রোহী প্রার্থীর

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আফজাল হোসেন আচরণবিধি ভঙ্গ করে ছোট ভাইয়ের নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন এবং বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দলের বিদ্রোহী প্রার্থী শওকত আকবর সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কোনো নিয়ম-নীতি না মেনে শক্তি প্রয়োগ করছেন সাংসদ আফজাল হোসেন। প্রশাসনও দলীয় প্রার্থীর হয়ে কাজ করছেন। এ অবস্থায় আতঙ্কের মধ্যে আছেন বলে অভিযোগ তার।রোববার দুপুরে কিশোরগঞ্জ মিডিয়া হাউজে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। এ সময় তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে শওকত আকবর অভিযোগ করেন, এমপি আফজাল আচরণবিধি ভঙ্গ করে প্রতিদিন সভা-সমাবেশ করছেন। এমনকি, তার কর্মী সমর্থকদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল করতে নৌকা প্রতীকের প্রার্থী সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় সুষ্ঠ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শওকত আকবর।তিনি আরও বলেন, আমার বাবা চারবার বাজিতপুর পৌরসভার মেয়র ছিলেন। তিনি দলের জন্য নিবেদিত। কিন্তু আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে নানা চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি নির্বাচন থেকে সরে না দাঁড়ানোয়, সরকার দলীয় এমপি নিজে উপস্থিত থেকে আমার বাবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মেসবাহ উদ্দিন ও বড় ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে তাদের জয় ছিনিয়ে নিতে সরকারি কর্মকর্তাদের বাদ দিয়ে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষকদের প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।এ দিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিকলী-বাজিতপুরের এমপি মো. আফজাল হোসেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ প্রার্থীর জয় নিশ্চিত জেনে এবং নিজের ভরাডুবির কথা চিন্তা করে বিদ্রোহী প্রার্থী তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।নূর মোহাম্মদ/এমএএস/আরআইপি

Advertisement