দেশজুড়ে

পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরিটি তোলা হয়েছে

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি টেনে তোলা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ফেরিটি টেনে তোলে জেনুইন এন্টারপ্রাইজের পাঁচটি উইন্স বার্জ।

Advertisement

সকাল ১০টায় আজকের দিনের উদ্ধারকাজ শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টার দিকে।

উদ্ধারকাজ তদারকির সময় বিআইডব্লিউটিএর পরিচালক শাজ জামান জানান, আমানত শাহ ফেরিটি টেনে তোলা হয়েছে। ফেরিটি সোজা করে সামনের অংশ উচু করে রাখা হয়েছে। এখন ফেরিটির কাদা-পানি অপসারণ করা হচ্ছে। এরপর এর তলদেশের ফুটো ঠিক করে পুনরায় ভাসিয়ে তোলা হবে। এজন্য ৩-৪ দিন সময় লাগতে পারে।

তিনি আরও জানান, নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ফেরিটি সরেজমিনে দেখবেন। পরবর্তীতে তাদের সুপারিশ অনুযায়ী ফেরিটি কোথায় নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

Advertisement

এর আগে, বুধবার (২৭ অক্টোবর) সকালে পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটে যানবাহন নিয়ে ফেরিটি একদিকে কাত হয়ে ডুবে যায়।

বি.এম খোরশেদ/ইউএইচ/এমএস