খেলাধুলা

চার বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি করলো সাইফ স্পোর্টিং

নতুন ফুটবল মৌসুম সামনে রেখে তিন দিন আগে নতুন কোচ হিসেবে আর্জেন্টাইন দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে নিয়োগ দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। এবার তারা চুক্তি সম্পন্ন করলো চার বিদেশি ফুটবলারের সঙ্গে।

Advertisement

সোমবার নাইজেরিয়ান জাতীয় দলের সাবেক খেলোয়াড় এমফন সানডে, এমেকা চুকূদিয়েবুবে, উজবেকিস্তানের আসরর গফুরভ ও রুয়ান্ডার জাতীয় দলের খেলোয়াড় এমেরি বেইসেনগের সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পাদন করেছে ক্লাবটি।

রোববার থেকে নতুন কোচের অধীনে অনুশীলন শুরু করেছে প্রিমিয়ার লিগে চতুর্থ হওয়া দলটি।

আরআই/এসএএস/জিকেএস

Advertisement