দেশজুড়ে

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করায় সোহাগ গাজী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাঁটানো ছবি ভাঙচুরসহ উল্লাস করার অপরাধে সোহাগ গাজী (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।জানা গেছে, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে প্রবেশ করে সাঁটানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি চুরি করে নিয়ে যায় স্থানীয় সোহাগ গাজী। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে রেখে ওই ছবি ভাঙচুর করে। ভাঙচুরের পর ওই যুবক উল্লাস করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে ছবি ভাঙচুর করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এলাকাবাসী অভিযোগ করেন, আটক যুবক মানসিক ভারসাম্যহীন। আর উপজেলা প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে কর্মকর্তা-কর্মচারীদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে যাওয়ার ঘটনা দুঃখজনক।  সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্ আলম রূপন জাগো নিউজকে জানান, ঘটনার সময় আমি কার্যালয়ে ছিলাম না। খবর শুনে কার্যালয়ে এসে বিস্তারিত শুনেছি। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা জাগো নিউজকে জানান, ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সময় আমি অফিসের বাইরে ছিলাম। তাছাড়া বিদ্যুৎ না থাকার কারণে সিসি ক্যামেরা বন্ধ ছিল। সোনারগাঁ থানা পুলিশের ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম জাগো নিউজকে জানান, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করার অপরাধে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  শাহাদাত হোসেন/এমএএস/আরআইপি

Advertisement