সাহিত্য

আদিল মাহমুদের সিরিজ কবিতা

১.দিন শেষ হয়ে এলে

Advertisement

হৃৎপিণ্ডে বসে থাকা যে পাখিমুহুর্মুহু বেদনার শিস কাটেতাকে বিদায় দিয়েমিথ্যে অহম ভুলেকিছু প্রেমের সুর মেলেআইসো, কুঞ্জবনেহৃদয়ের গহিন নির্জনে।

দিন শেষ হয়ে এলে

বসো, পিঠে পিঠ লাগিয়েসঙ্গোপনে, শিউলিতলায় এসে।দেখো আকাশ, তারাফুলচাঁদ, জোছনাফুল।তারপর মৌনতা ভেঙেঅচেনা কোন আবেগেকুসুমকুমারী যৌবনস্রোতেপুরোনো ভালোবাসার উৎসবেস্পর্শের নেশায় বুঁদ হয়েহিম চোখ বুজেশোনাও পরমগীত।

Advertisement

২.দিন শেষ হয়ে এলে

আইসো, তালতলা কবরস্থানেসমর্পিত বেতফুলেহিম হিম মান্দারগাছের তলেস্মৃতি ভেজাতে বৃষ্টিতে।

দিন শেষ হয়ে এলে

ঘর থেকে বের হয়েআল্লার শোকর আদায় করেআফরি, তুমি আইসোশিউলিঘেরা আমার কবরে—!

Advertisement

৩.দিন শেষ হয়ে এলে

মনে হয় সূর্যাস্তের স্নানে চলে যাচ্ছে বেলা—হাজার বছর তোমাকে দেখি না!অথচ তোমার মায়ামুখ দেখলামআজও দুপুর বেলা।

দিন শেষ হয়ে এলেআরেকবার তোমাকে খুব দেখতে ইচ্ছে করে।

৪.দিন শেষ হয়ে এলে

তোমার বারান্দায় আসার অপেক্ষায় থাকি এমন ভাবে—হেফজখানার শিশুরা যেভাবে আব্বা-আম্মা আসার অপেক্ষায় থাকে!

৫.দিন শেষ হয়ে এলে

আমার তোমাকে নিয়ে কবিতা লিখতে ইচ্ছে করে। যে তুমি এক লাইনও লিখোনি জীবনে—!

এসইউ/এএসএম