ফিচার

জন মিলটন ও মোহাম্মদ ওয়াজেদ আলীর প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

০৮ নভেম্বর ২০২১, সোমবার। ২৩ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১৮৮১- সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় বালক-বালিকাদের পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশিত হয়।১৮৯৫- জার্মান পর্দাথবিদ ভিলহেল্ম কনরাড রন্টগেন রঞ্জন রশ্মি (ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ যার অপর নাম এক্স-রে) আবিষ্কার করেন।১৯০২- গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।১৯৯১- স্পীকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।১৯৯৮- বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদন্ড ঘোষণা করা হয়।

জন্ম১৯০০- বাঙালি ব্যঙ্গচিত্র শিল্পী কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী।১৯০৯- শাস্ত্রীয় সংগীত শিল্পী আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়।১৯২১- রবীন্দ্র সংগীত শিল্পী সুবিনয় রায়।১৯৮৮- কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা জেসিকা লওন্ডেস।১৯৮৯- ফরাসি ফুটবলার মরগ্যান সছনেইডেরলিন।

Advertisement

মৃত্যু১৬৭৪- ইংরেজ কবি জন মিলটন। তার জন্ম ১৬০৮ সালের ৯ ডিসেম্বর। সপ্তদশক শতাব্দীর ইংরেজ কবি, গদ্য লেখক এবং কমনওয়েলথ অব ইংল্যান্ডের একজন সরকারি কর্মচারী। তার প্রসিদ্ধ কাব্য প্যারাডাইস লস্ট এর কারণে তিনি সমধিক পরিচিত।১৯৬০- ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চীফ অভ দ্যা এয়ার স্টাফ সুব্রত মুখার্জী।১৯৫৩- নোবেল বিজয়ী রুশ লেখক ইভান বুনিন।১৯৫৪- বাঙালি সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী। তিনি ১৮৯৬ সালে সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা বঙ্গবাসী কলেজে ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান। এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন।১৯৮৫- রবীন্দ্রজীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়।

দিবস বিশ্ব নগরায়ন দিবস

কেএসকে/এএসএম

Advertisement