গণমাধ্যম

ডিআরইউতে এবার যারা সদস্য হলেন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি বিভিন্ন গণমাধ্যমের ১৪৬ জন সাংবাদিককে ২০১৪ সালের নতুন সদস্যপদ দেওয়ার জন্য সুপারিশ করেছে।এর মধ্যে ৪৭ জন সাংবাদিককে স্থায়ী সদস্য ও ৯৯ জন সাংবাদিককে নতুন সদস্য করার সুপারিশ করা হয়েছে। তাদের নামের তালিকা ডিআরইউ কার্যালয়ে রোববার রাতে প্রকাশ করা হয়েছে।এ বছর সুপারিশকৃত স্থায়ী সদস্যরা হলেন, দৈনিক প্রথম আলোর তারেক মাহমুদ, দৈনিক কালের কণ্ঠের আশরাফ-উল আলম, বাসসের মো. মানিকুল আজাদ, ইটিভির মাহাথীর খান ফারুকী, এনটিভির সফিক শাহীন, রেডিও টুডের ইনামুল হক শামীম, দৈনিক যুগান্তরের ওবায়েদ অংশুমান, দৈনিক পূর্বকোণের শিবুকান্তি দাস, দৈনিক বণিক বার্তার মহিউদ্দিন নিলয়, ইন্ডিপেন্ডেন্ট টিভির অনিমেষ কর, দৈনিক যুগান্তরের মনির হোসেন, দৈনিক সমকালের রাজীব আহমেদ, দৈনিক মানবজমিনের কাজল ঘোষ, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান বাবলু, দৈনিক আমার দেশের ইলিয়াস হোসেন, ডেইলি স্টারের শাহিন মোল্লা, জামিল মাহমুদ, ডেইলি নিউ এজের তাপস কান্তি দাস, দৈনিক বণিক বার্তার আলতাফ মাসুদ, দৈনিক নয়া দিগন্তের তামিম হাসান, এনটিভির হাসান জাবেদ, বাসসের দিলারা হোসেন, চ্যানেল টুয়েন্টিফোরের মহসিনুল হাকিম, ৭১ টিভির মাহবুব স্মারক, সঞ্জয় দাস, এটিএন নিউজের গোলাম কাদির রবু, চ্যানেল আইয়ের যাযাবর মিন্টু, বাসসের স্বপ্ন বসু, এশিয়ান টিভির হাবিবুর রহমান পলাশ, বিটিভির শহীদ মো. মোবাশ্বের, ডেইলি স্টারের মোখলেসুর রহমান লিটন, আরটিভির জয়নাল আবেদিন, ইনডিপেন্ডেন্টের আল মামুন হারুন-উর-রশিদ, দৈনিক কালের কণ্ঠের আপেল মাহমুদ, ইনডিপেন্ডেন্টের সাঈদ মোহাম্মদ পিতু, ইসলামিক টিভির রফিক উজ্জামান, ডেইলি স্টারের মো. আইনুল হক প্রামাণিক রয়েল, দৈনিক দিনকালের আবদুল্লাহ জেয়াদ, দি সানের আহম্মদ পারভেজ খান, দৈনিক দিনকালের মো. বেলায়েত হোসেন, দৈনিক খবরপত্রের শাহজাহান সাজু, ইউএনবির মুহাম্মদ সাইফুল্লাহ, এনটিভির বর্ষণ কবির, সিনহুয়ার শরীফুল ইসলাম, দৈনিক সংগ্রামের ইবরাহীম খলিল, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সালাহউদ্দিন জসিম ও ডেইলি নিউ এজের মো. মুক্তাদির রশিদ রোমিও।এ ছাড়া সুপারিশকৃত নতুন সদস্যরা হলেন ইন্ডিপেন্ডেন্টের আবু তালহা সরকার, এটিএন বাংলার নিয়াজ জামান সজিব, নিউ এজের এইচ এম মর্তুজা, দৈনিক জনকণ্ঠের আব্দুর রহিম শেখ, দৈনিক কালের কণ্ঠের খন্দকার মোশতাক আহমেদ, দৈনিক নয়াদিগন্তের মনিরুল ইসলাম বোরহান, দৈনিক খবরপত্রের শেখ সায়ন্তী শীলা, দৈনিক বণিক বার্তার সাহানোয়ার সাঈদ শাহীন, দৈনিক সংবাদের মো. মাজহারুল ইসলাম, দৈনিক মানবজমিনের কাজী সুমন, বি বার্তা ডটকমের রাজ কুমার নন্দী, দিগন্ত টিভির রশিদ বাবু, দৈনিক নয়াদিগন্তের জসিম উদ্দিন রানা, এটিএন নিউজের মহসিন কবির, দৈনিক আমার দেশের এম রাশেদুল বারী, ৭১ টিভির শমী ইব্রাহীম, দৈনিক ভোরের ডাকের সাইদুল ইসলাম, বিবিসির ফারহানা পারভীন, অর্থসূচকের গিয়াস উদ্দিন, একুশে টিভির দিলশাদ জাহান এ্যানি, নিউজ এজের শাহিন আক্তার, সময় টিভির মৌসুমী ইসলাম, দৈনিক নয়াদিগন্তের শফিকুল ইসলাম, দেশ টিভির মোছা. কাওসারা চৌধুরী কুমু, জিটিভির মৌসুমী রায়, দৈনিক ইত্তেফাকের মাহবুব রনি, বাংলাভিশনের মুহিবুল্লাহ মুহিব, চ্যানেল আইয়ের রাহুল কান্তি রায়, সময় টিভির এস এম জোবায়ের আলম, চ্যানেল নাইনের রাব্বী ইবনে সিদ্দিকী, মোহনা টেলিভিশনের সি এম আমিনুল মজলিস, এশিয়ান টিভির এইচ এম নূ-ই আলম পিন্টু, দৈনিক ইনকিলাবের সায়ীদ আবদুল মালিক, ডেইলি সানের ইব্রাহীম হোসাইন অভি, বাংলাভিশনের হায়দার মো. মানিক, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের আদিত্য আরাফাত, এটিএন নিউজের মফিদুল আলম খান তপু, দৈনিক আলোকিত বাংলাদেশের সাজ্জাদ মাহমুদ খান, বাংলামেইলের এস এম খালিদ, ডেইলি অবজারভারের আল আমিন, ডেইলি স্টারের তুহিন শুভ্র অধিকারী, দৈনিক আমাদের সময়ের মো. মেছবাহ উল্লাহ শিমুল, অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের মাহমুদুল হাসান, দৈনিক বর্তমানের মো. জান-ই আলম, দৈনিক আমাদের সময়ের আলী আসিফ শাওন, দৈনিক ভোরের কাগজের মো. তানভীর আহমেদ, দৈনিক সংবাদের রোকন উদ্দীন মাহমুদ, দৈনিক আমাদের অর্থনীতির দেলওয়ার হোসাইন, বাংলামেইলের মো. জুনায়েদ হোসাইন, দৈনিক প্রথম আলোর আবুল হাসনাত, ইউএনবির মো. মাকছুদ-উল ইসলাম জোয়ার্দ্দার, দৈনিক মানবজমিনের নূর মোহাম্মদ, শীর্ষ নিউজের আজিজুর রহমান, জাস্ট নিউজের আসাদুজ্জামান আজম, দৈনিক বর্তমানের খাদেমুল ইসলাম, এটিএন নিউজের মো. সাব্বির আহম্মেদ, এএফপির কামরুল হাসান খান, ঢাকা ট্রিবিউনের মো. আল মাসুম মোল্লা, অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সাগর আনোয়ার, ইনডিপেন্ডেন্টের মো. আবু জাকির, মাইটিভির মানিক লাল ঘোষ, দৈনিক মানবকন্ঠের জাহাঙ্গীর কিরণ, আমাদের সময় ডটকমের ফারুক আলম, বিটিভির আফরিন জাহান, ইউএনবির গোলাম মঈন উদ্দিন, নতুন বার্তা ডটকমের আবদুল জব্বার খান, দৈনিক নওরোজের কমল চৌধুরী, দৈনিক আমাদের সময়ের শাহিদ বাপ্পি, নতুন বার্তার কাজী মুস্তাফিজ, বাসসের মহিউদ্দিন কাদির, গাজী গোলাম আলাউদ্দিন, যমুনা টিভির শাহাদাত হোসেন, দৈনিক জনতার শফিকুল ইসলাম, বাংলাদেশ টুডের শাফি উদ্দিন আহমেদ, দৈনিক ভোরের ডাকের মো. বায়েজিদ মুন্সী, এনটিভির মুহাম্মদ মুকসিমুল আহসান অপু, রেডিও টুডের মোসকায়েত মাশারেক, ইটিভির আকবর হোসেন সুমন, দৈনিক দিনকালের মো. রহমত আলী খন্দকার (বাবুল খন্দকার), দৈনিক নয়াগিন্তের মনিরুল ইসলাম রোহান, দৈনিক আলোকিত বাংলাদেশের দেলোয়ার হোসেন, রাইজিং বিডির এসকে রেজা পারভেজ, দৈনিক যুগান্তরের সাদ্দাম হোসেন ইমরান, দৈনিক যায়যায়দিনের আবু সাঈম, বিটিভির মো. মাসুদ রানা, বাংলামেইলের সমীরণ রায়, ডেইলি সানের নোমান চৌধুরী, দৈনিক নয়াগিন্তের মো. শামসুল ইসলাম, বাংলাভিশনের এস এম ফিরোজ, দৈনিক ভোরের কাগজের জাহাঙ্গীর আলম, দৈনিক যুগান্তরের আবদুল্লাহ আল মামুন, এশিয়ান টিভির তৌহিদ শান্ত, রেডিও আমার-এর জাহিদুল ইসলাম রনি, দেশটিভির জয় কুমার যাদব, অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের এস এম আব্বাস, শাহেদ আলী ইরশাদ, দৈনিক ভোরের ডাকের ইমরুল কায়সার ইমন, দৈনিক ভোরের কাগজের রুহুল আমিন ও দৈনিক আমাদের অর্থনীতির মাসুদ মিয়া।

Advertisement