আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বিশ্বে করোনায় আক্রান্ত ২৫ কোটি ছাড়ালো
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার লাখ ১৫ হাজার ৬০৮ জন। এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্ত ২৫ কোটি ছাড়িয়েছে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন তিন লাখ ৩৮ হাজার ৭৬৪ জন।
ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা
Advertisement
ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকসহ ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। তবে অক্ষত রয়েছেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি। রোববার (৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, বিস্ফোরকসহ ড্রোন হামলায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানায় তারা।
মেক্সিকোতে ট্রাক-গাড়ির সংঘর্ষে নিহত ১৯
মেক্সিকোতে একটি কার্গো ট্রাকের সঙ্গে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে ১৯ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। দেশটির মেক্সিকো সিটি এবং কেন্দ্রীয় পুয়েবলা শহরকে যুক্ত করা একটি হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কার্গো ট্রাকের সঙ্গে বেশ কিছু যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটলে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
Advertisement
আফগানিস্তানে মেয়েদের ১০ স্কুল চালু করলো তুরস্ক
আফগানিস্তানে মেয়েদের ১০ স্কুল পুনরায় চালু করেছে তুরস্ক। দেশটিতে মেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ বাড়াতে তালেবানের সঙ্গে আলোচনার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ঘোষণা দেন যে, তুরস্কের রাষ্ট্রীয় তহবিলে পরিচালিত মারিফ ফাউন্ডেশনের আওতায় আফগানিস্তানের ১৪টি বালিকা বিদ্যালয়ের মধ্যে ১০টি পুনরায় চালু করা হয়েছে। মারিফ ফাউন্ডেশনের অধীনে আফগানিস্তানে ৮০টি স্কুল পরিচালনা করা হচ্ছে।
জলবায়ু সম্মেলন: অস্ট্রেলিয়ার অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ
জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন ঘিরে অস্ট্রেলিয়ার ক্লাইমেট পলিসি ও অবস্থানের প্রতিবাদে সিডনি ও মেলবোর্নে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার (৬ নভেম্বর) বিক্ষোভে অংশ নেন এক হাজারের বেশি মানুষ। খবর রয়টার্সের।
করোনা মহামারির মধ্যে লকডাউনে থাকার এক মাস পর এমন বিক্ষোভে অংশ নিলেন শহরটির বাসিন্দারা। বিক্ষোভকারীরা বলছেন, জলবায়ু সম্মেলন চলছে, আমরা এখানে হাজির হয়েছি এ কারণে যে আমরা আমাদের সরকারকে আরও বেশি সক্রিয় দেখতে চাই। ‘উই নিড হিউম্যান চেঞ্জ, নট ক্লাইমেট চেঞ্জ’ এমন স্লোগানও দেন তারা।
নাগরিকদের ইথিওপিয়া ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইথিওপিয়ায় চলমান সহিংসতা ও বিক্ষোভের জেরে জরুরি কাজে নিয়োজিত ছাড়া অন্য নাগরিকদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার ( ৬ নভেম্বর) আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এ নির্দেশনা দেওয়া হয়। খবর রয়টার্সের।
ইথিওপিয়ায় সহিংসতা বাড়ার পর বুধবার (৩ নভেম্বর) গভীর উদ্বেগের কথা জানায় যুক্তরাষ্ট্র। এর পরেই ইথিওপিয়ায় মার্কিন দূতাবাস থেকে এমন সিদ্ধান্ত এলো। ডেনমার্ক ও ইতালিও নিজ নিজ দেশের নাগরিকদের ইথিওপিয়া ছাড়ার আহ্বান জানিয়েছে।
উৎপাদন বাড়াচ্ছে না ওপেক, তেলের দাম আরও বাড়ার শঙ্কা
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় বিশ্বের সব দেশেই এর প্রভাব পড়েছে। চাহিদার সঙ্গে উৎপাদনের সামঞ্জস্য না থাকায় আন্তর্জাতিক বাজারে সম্প্রতি অপরিশোধিত তেলের দাম সাত বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
তেলের দামে ভারসাম্য আনতে বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং তাদের সহযোগী দেশগুলোকে উৎপাদন বাড়ানোর জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরও গত বৃস্পতিবারের বৈঠকে ওই দেশগুলো নিজেদের আগের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে।
আবারও তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান
আবারও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়েছে চীনা যুদ্ধবিমান। তাইওয়ানের সামনে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছে বেইজিং। শনিবার চীনের ১৬টি যুদ্ধবিমান ও সাবমেরিন বিধ্বংসী বিমান তাইওয়ানের আকাশসীমায় টহল দিয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, চীনের ১৬টি যুদ্ধবিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই দ্বীপের আকাশসীমায় মহড়া দিয়েছে। এসব বিমানের মধ্যে ১০টি ছিল জি-১৬ যুদ্ধবিমান এবং ছয়টি ছিল জি-১০ যুদ্ধবিমান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের ব্যাপক সামরিক মহড়া
ইরানের সেনাবাহিনী হরমুজ প্রণালীর পূর্ব সেক্টর থেকে ভারত মহাসাগরের উত্তর প্রান্ত ও লোহিত সাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত এলাকায় বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। দেশটির বিমানবাহী ইউনিট, বিশেষ বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্রিগেডস এ মহড়ায় অংশ নেয়।
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে ১৩৮ হুথি নিহত
ইয়েমেনের কেন্দ্রীয় শহর মারিবের কাছে দুটি জেলায় সৌদি জোটের বিমান হামলায় ১৩৮ হুথি নিহত হয়েছেন। ২৯টি বিমান হামলার মাধ্যমে হুথিদের ১৭টি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয় বলে জানিয়েছে সৌদি জোট। গত ২৪ ঘণ্টায় মারিবের জুবা ও আল-কাসারাহতে এ বিমান হামলা চালানো হয়। জুবা মারিব থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে, আর আল-কাসারাহ ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
এমএসএম/জিকেএস