দেশজুড়ে

রাজশাহীর ১৩৮টি ভোট কেন্দ্রে ২ হাজার আনসার মোতায়েন

সারাদেশে একযোগে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগসহ আইন-শৃঙ্খলা রক্ষায় রাজশাহীর ১৩ পৌরসভার ১৩৯টি ভোটকেন্দ্রে আনসার-ভিডিপি সদস্যকে মোতায়েন করা হয়েছে।প্রত্যেক ভোট কেন্দ্রে অস্ত্রসহ একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও অস্ত্রসহ একজন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) এর নেতৃত্বে ছয়জন পুরুষ ও ছয়জন নারী আনসার মোতায়েন করা হবে।ইতিমধ্যে দক্ষ ও দায়িত্বশীল আনসার-ভিডিপির সদস্যদের বাছাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগকৃত সদস্যরা ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চার দিন প্রত্যেক ভোট কেন্দ্রে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।গৃহীত কর্মসূচির আলোকে দেশব্যাপী ২৩৪টি পৌরসভার তিন হাজার ৫৫২টি ভোট কেন্দ্রে ৪৯ হাজার ৭২৮ জন সদস্য আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।আনসার-ভিডিপি রাজশাহী রেঞ্জ কার্যালয়ের গণসংযোগ সহকারী শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সূত্র জানায়, গৃহীত কর্মসূচি অনুযায়ী জেলা কমান্ড্যান্ট আশরাফুল আলমের সার্বিক তদারকিতে রাজশাহীর ১৩টি পৌরসভার আসন্ন নির্বাচনে ১৩৮টি ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে এক হাজার ৯৩২ জন সদস্য। রাজশাহীর কাটাখালী, তানোর, মুণ্ডুমালা, কেশরহাট, ভবানীগঞ্জ, তাহেরপুর, দূর্গাপুর, চারঘাট ও আড়ানী পৌরসভার ভোটকেন্দ্রে ৯টি করে। এসব পৌরসভায় ১২৬ জন করে মোতায়েন থাকবে। অপরদিকে, গোদাগাড়ী পৌরসভার ১৬টি কেন্দ্রে ২২৪, কাঁকন হাট পৌরসভার ১১টি কেন্দ্রে ১৫৪, নওহাটা পৌরসভার ১৯টি কেন্দ্রে ১৩৬ ও পুঠিয়া পৌরসভার ১১টি কেন্দ্রে ১৫৪ জনকে মোতায়েন করা হবে। রাজশাহীর ৩৯টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে তানোর ও মুণ্ডুমালা সবকটি কেন্দ্রই অধিক ঝুকিপূর্ণ। অন্যান্য অধিক ঝুকিপূর্ণ তালিকায় রয়েছে নওহাটা চার, কেশরহাট দুই, ভবানীগঞ্জ তিন, তাহেরপুর চার, পুঠিয়া তিন, চারঘাট তিন ও আড়ানী দুইটি ভোটকেন্দ্র।শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

Advertisement