পৌর নির্বাচনে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান (বার অ্যাসোসিয়েশন) মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি বলেন, আমরা অতীতে দেখে আসছি নির্বাচন পর্যবেক্ষণের জন্য সাংবাদিকরা ভোটকেন্দ্রের ভেতরে যেত। কিন্তু এখন বলা হচ্ছে সাংবাদিকরা নাকি ভোটকেন্দ্রের ভেতরে যেতে পারবেন না। এর লক্ষ্য আরো পরিষ্কার। কারণ, চুরি করার জন্য। সেজন্য অবশ্যই সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে।সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ভোটকেন্দ্র্রের ভেতরে যাবেন। ভোটকেন্দ্রের ভেতরে কি হচ্ছে, না হচ্ছে সব আপনারা তুলে ধরবেন।’বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিল ও নির্বাচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। দুপুর ১২টা ৪০ মিনিটে এ কাউন্সিল অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ, রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধানসহ সংগঠনের সারাদেশের সাংবাদিক নেতারা।বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আব্দুল মান্নান, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।এফএইচ/এসএইচএস/আরআইপি
Advertisement