দেশজুড়ে

গাজীপুরে করোনার টিকা পাচ্ছেন সাড়ে ৯ হাজার পোশাকশ্রমিক

গাজীপুর সিভিল সার্জন অফিসের সহায়তায় করোনার টিকা পাচ্ছেন সাড়ে নয় হাজার পোশাকশ্রমিক।

Advertisement

শনিবার (৬ নভেম্বর) সকালে সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় প্রীতি সোয়েটার্স লিমিটেডের শ্রমিক-কর্মকর্তাদের টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে আগামী দুইদিনও এ কর্মসূচি চলবে।

প্রথমদিনে দুই হাজার ২০০ শ্রমিক-কর্মকর্তা করোনার টিকা নিয়েছেন। এর আগে, শ্রমিক-কর্মকর্তাদের টিকার জন্য রেজিস্ট্রেশন করা হয়।

Advertisement

এ সময় সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মো. ফজলুল আহসান মৃধা, প্রীতি গ্রুপের ভাইস চেয়ারম্যান সোহাগ আহম্মেদ তালুকদার ও জিএম নাহিদ আক্তার নিরবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/ইউএইচ/এএসএম