পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের জলসীমায় প্রথমবারের মতো কামানবাহী চীনা জাহাজ ঢুকেছে। শনিবার বিতর্কিত জলসীমায় কামানবাহী তিনটি চীনা জাহাজ ঢুকছে বলে জাপানের উপকূলরক্ষী বাহিনী অভিযোগ করেছে। এর মধ্যে একটিতে কামানের নল দেখা গেছে বলে দাবি করা হয়েছে। এসব জাহাজ বিতর্কিত পানিসীমার মধ্যে প্রায় এক ঘণ্টা ১০ মিনিট কাটানোর পর ওই এলাকা ছেড়ে চলে যায়। মঙ্গলবার প্রথম ওই এলাকার কাছাকাছি এ জাহাজকে দেখা গেছে। এটি সে সময় ঘণ্টায় ২৯ কিলোমিটার বেগে চলছিল। সে সময় চীন বলেছিল, সাধারণভাবে জাহাজে যেসব সরঞ্জাম থাকেই এতে তাই রয়েছে। এছাড়া, চীনা পানিসীমায় স্বাভাবিক তৎপরতায় জড়িত রয়েছে এটি। বিতর্কিত পানিসীমার কাছ দিয়ে অনেক সময়ই চীনা জাহাজ অতিক্রম করে কিন্তু কামান বা অস্ত্র থাকে না বলে জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে। পূর্ব চীন সাগরের দিয়াইউ বা সেনকাকু দ্বীপ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। জাপান ২০১২ সালে দ্বীপটিকে জাতীয়করণ করার পর থেকে প্রায়ই চীনা জাহাজ ও বিমান বিতর্কিত অঞ্চল দিয়ে টহল দেয়। চীনও ওই দ্বীপের মালিকানা দাবি করে আসছে। দিয়াইউ বা সেনকাকু দ্বীপের সার্বভৌমত্ব ছাড়ের বিষয়ে কোনো আপোস করবে না বলে এর আগে ঘোষণা করেছে টোকিও এবং বেইজিং। চীনের উপকূল থেকে দ্বীপটি ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৩ সালের নভেম্বর মাসে বিতর্কিত দ্বীপপুঞ্জকে ঘিরে আকাশ প্রতিরক্ষা জোন গঠন করে বেইজিং।এসআইএস/এমএস
Advertisement