রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে প্রাণঘাতি করোনাভাইরাসের উপসর্গে আরও চার জনের মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (৬ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রামেক করোনা ইউনিটে একদিনে রাজশাহীর তিনজন ও নওগাঁর একজন মারা গেছেন। এদিকে করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন চারজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।
রামেক পরিচালক আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ২৮ জনের নমুনা পরীক্ষায় সবার নেগেটিভ ফলাফল এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১২৭ জনের নমুনা পরীক্ষায় চারজন শনাক্ত হয়েছেন।
Advertisement
ফয়সাল আহমেদ/এফএ/এমএস