ফিচার

আনোয়ার হোসেন ও আলী যাকেরের জন্ম

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

০৬ নভেম্বর ২০২১, শনিবার। ২১ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১৮১৩- মেক্সিকোর স্বাধীনতা ঘোষিত হয়।১৮৬০- আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।১৯৭৫- আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি, দেশটির ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।১৯৮৮- চীনের জুনান প্রদেশে ভূমিকম্পে প্রায় ১ হাজার লোকের প্রাণহানি ঘটে।১৯৯৬- বিল ক্লিনটন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

জন্ম১৯২৬- ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়।১৯৩১- বাঙালি অভিনেতা আনোয়ার হোসেন। তিনি চলচ্চিত্র ভুবনে নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন নবাব নামে খ্যাত। এই কিংবদন্তী অভিনেতা ৫২ বছরের অভিনয় জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।১৯৩৪- সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বাঙালি লেখক অতীন বন্দ্যোপাধ্যায়।১৯৪৪- টেলিভিশন ও মঞ্চ অভিনেতা আলী যাকের। শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক এবং মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেছেন।১৯৮৮- মার্কিন অভিনেত্রী এমা স্টোন।

Advertisement

মৃত্যু১৯৮৫- ভারতীয় অভিনেতা সঞ্জীব কুমার।২০১০- পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্যারিস্টার সিদ্ধার্থশঙ্কর রায়।

কেএসকে/এমএস